বিশ্বাস ও আশা – কাজী নজরুল ইসলাম বিশ্বাস আর আশা যার নাই, যেয়ো না তাহার কাছে, নড়াচড়া করে, তবুও সে মড়া, জ্যান্ত সে মরিয়াছে। শয়তান তারে শেষ করিয়াছে, ইমান লয়েছে কেড়ে, পরান গিয়াছে মৃত্যুপুরীতে ভয়ে তার দেহ ছেড়ে! থাকুক অভাব দারিদ্র্য ঋণ রাগ শোক লাঞ্ছনা, যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশায় মরিয়ো না। ভিতরে শত্রু ভয়ের ভ্রান্তি, মিথ্যা ও অহেতুক | নিরাশায় হয় পরাজয় যার, তাহার নিত্য দুখ। ‘হয়তো কী হবে’ এই ভেবে যারা ঘরে বসে কাঁপে ভয়ে, জীবনের রণে নিত্য তারাই আছে পরাজিত হয়ে। তারাই বন্দি হয়ে আছে গ্লানি–অধীনতা কারাগারে; তারাই নিত্য জ্বালায় পিত্ত অসহায় অবিচারে! এরা অকারণ ভয়ে ভীত, এরা দুর্বল নির্বোধ, ইহাদের দেখে দুঃখের চেয়ে জাগে মনে বেশি ক্রোধ। এরা নির্বোধ, না করে কিছুই জিভ মেলে পড়ে আছে। গোরস্তানেও ফুল ফোটে, ফুল ফোটে না এ মরা গাছে। এদের যুক্তি অদৃষ্টবাদ, বসে বসে ভাবে একা, “এ মোর নিয়তি, বদলানো নাহি যায় কপালের লেখা! | পৌরুষ এরা মানে না, নিজেরে দেয় শুধু ধিক্কার, দুর্ভাগ্যের সাথে নাহি লড়ে মেনেছে ইহারা হার। এরা জড়, এরা ব্যাধিগ্রস্ত, মিশো