একুশ শতকে নজরুল চেতনা
———————–নুরুল ইসলাম—————————
বিংশ শতাব্দীর আধাঁর, কৃষ্ণঘণ গভীর অন্ধকার
গোটা বিশ্ব সাম্রাজ্যবাদের নিষ্ঠুর কারাগার,
পৃথিবীর মানুষের উপর শোষণের তুফান বহে,
মানুষের মুখে নাই ভাষা বুকে নাই আশা,
নাই রক্ত- নাই মাংস মানুষের দেহে।
যারা ছিল সুখী সমৃদ্ধ গুণে মানে সম্ভ্রান্ত
মান সম্মান, জাগা-জমি সব হারায়ে হয়েছে তারা সর্বশান্ত,
দীন হীন দরিদ্র অসহায় মানুষ তারা জীবন যুদ্ধে রণক্লান্ত।
কে রুধিবে হাহাকার? কে জানাবে প্রতিকার?
কে করিবে জালিমেরে ধিক্কার ?
আকাশে-বাতাসে,প্রতি নিঃশ্বাসে, শুধু মুক্তির চিৎকার।
মজলুমের হাহাকারে আকাশ বাতাস ভারি,
নাই কি রে কোন মুক্তি দাতা ? নাই কি রে কোন কাণ্ডারী ?
হঠাৎ অকস্মাৎ- উঠিল এক দৈব-বাণী,
মানুষ শোনিল এক বজ্র নিনাদ-ধ্বনি।
‘আমি কাজী নজরুল সত্যের পতাকা বাহি, আসিয়াছি মুক্তির গান গাহি,
আমি আধাঁর-রাতে আলোকোজ্জ্বল ধূমকেতু,
আমি অন্ধকারে আশার আলো, রচিবো মুক্তির সেতু,
আমি নজরুল চির বিদ্রোহী।
ধর্মান্ধ অপসংস্কৃতির রুদ্ধ কারার দেয়াল আমি ভাঙবো,
সুস্থ সংস্কৃতির স্বর্গীয় ধর্ম প্রীতির, সাম্য সম্প্রীতির সমাজ আমি গড়বো।
আমি হানবো লুণ্ঠক জালিমের সর্বনাশ,
সকল অন্যায়, অবিচার, জুলুম করবো বিনাশ,
আমি লোভাতুর রাক্ষুস দৈত্য-বিনাশি ত্রাস,
আমা করবো সকল রাক্ষুস দৈত্যের সর্বনাশ-
যারা কেড়ে খায় বাংলার কোটি মানুষের মুখের গ্রাস।
আমি বৃটিশ-রাজের হৃদয়-কাপানো হুংকার,
আমি রুধিব বৃটিশ রাজের সকল অন্যায় অত্যাচার।
‘বৃটিশ রাজের সৃষ্ট কূটকৌশলের ভেদাভেদ নীতি
বিভক্ত করে শাসন শোণষ করো,
নষ্ট করে সামপ্রদায়িক সম্প্রীতি’,
করবো আমি চির দিনের জন্য ইতি-
আমি অন্যায় অত্যাচার দ্রোহী- আমি চির বিদ্রোহী।
আমি অসত্য অসুন্দর বৈষম্য অসাম্য অশান্তি দ্রোহী,
আমি এসেছি সত্য সুন্দর সাম্য শান্তি স্বাধীনতার গান গাহি।
ধ্বংস করবো মানুষের গড়া জাতের নামে যত বজ্জাতি,
সাধু সন্যাসী পীর দরবেশ, কৃষক মজুর, অচ্যুত দলিত
সবাই আমরা মহৎ মহান মানুষের জাতি।
আমি সাম্প্রদায়িক-সম্প্রীতির পতাকা বাহী,
আমি অদম্য, আমি চির-শাশ্বত চির বিদ্রোহী!
মজলুমের অশ্রু-নীরের মুক্তা দিয়ে আমি কবিতা লিখি,
মানুষের বেদনা-কাতর নিঃশ্বাস থেকে আমি সংগ্রাম শিখি।
আমি অন্যায় অত্যাচার দ্রোহী- আমি চির বিদ্রোহী,
যুগে যুগান্তরে আমার লিখনী আমার খোদিত ধ্বনি,
গাহিবে সত্য সাম্য শান্তি ও সম্প্রীতির বাণী ।
‘আমি কাজী নজরুল যুগে যুগে সত্যের পতাকা বাহি,
একুশ শতকে আসিয়াছি আবার আমি
লক্ষ যোজন নজরুল অনুরাগীর বজ্র কণ্ঠে
মুক্তি, শান্তি সাম্য সম্প্রীতির গান গাহি।
-নুরুল ইসলাম, টরন্টো কানাডা
নজরুলের ১২২তম জন্ম দিনে, মে ২৪, ২০২১