অঞ্জলি
———-
পান্না বদরুল
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২২ তম জয়ন্তী উপলক্ষ্যে নিবেদিত
——————
অন্তরে মম সুর বাজে
নিনাদ ডঙ্কা জাগে বাঁশরী,
প্রেম ঝরে দুচোখে তারি
ক্রুর হাসি বল দিশারী।
খিলখিল হাসি ঝিলমিল চোখে
বিজয় কেতন আজও ওড়ে,
ঝাঁকড়া চুলে বাবড়ি ঝুলানো
আছে আর বলো কেরে?
ক্ষণিক ভিখারি তুমি রাজাধিরাজ
হিম্মত কি আছে কারো?
বিদ্রোহী তুমি বাজাও রণতুর্য্য
হামজার তরবারি বক্ষে ধরো।
ধরণীতে এলে খুশি ঝলমল
শিশু আবাল বৃদ্ধ বনিতা,
পাখি গায় নদী কুলকুল
পদ্মা যমুনা অবিশ্রান্ত বহতা।
অসাধারণএকটি কবিতা
অভিনন্দন শুভেচ্ছা এবং শুভকামনা রইল
কবির প্রতি।
অনেক অনেক ধন্যবাদ।শুভ কামনা আপনার জন্য।