প্রিয় নজরুল
তুষার হোসেন
হে প্রিয় নজরুল,
তোমায় চিনেই
চিনেছি নিজেকে
আমি তুচ্ছ ধুল।
তুমি সাম্যের সে কবি
শান্তির সে ছবি।
শেখালে সবার
জাত-পাত ভুলে,
চলো এক হই
প্রেম দার খুলে।
সেই, প্রেমে আছে প্রিয়
আল্লাহ-রাসূল,
গরীব-দুঃখী
স্বজন মাতুল।
নজরুল, বিদ্রোহী তুমি
সত্যকে চুমি,
অন্যায় দেখে
ন্যায়কে মেখে,
প্রতিবাদ করো
ন্যায় অস্ত্র ধরে।
তুমি চুরমার করো
অন্যায় যতো,
বাধা শত শত।
তুমি সত্যকে গড়ো।
তুমি নাই তবু
ভুলি নাই কভু,
ভুলি নাই, তোমার সে গান
তুমি সকলের প্রাণ।
তাই সত্য আজো তুমি,
তোমায় স্মৃতিপটে চুমি।
তারিখঃ ২৫ মে ২০২১ ইং