” হে কবি নজরুল ”
মোঃ জিল্লুর রহমান লালন
খোকসা, কুষ্টিয়া।
হে কবি —
বাবরি দুলানো ঝাঁকড়া তোমার চুল
বনের পাপিয়া তুমি
তুমি বনফুল
হে কবি নজরুল।
হে কবি —
সত্যের সাধক তুমি
সাম্যের বাঁধক
শরতের শিউলি তুমি
তুমি ঝরা বকুল
হে কবি নজরুল।
হে কবি —
অন্যায়কে দেখেছ তুমি বাঁকা চোখে
সত্যকে ধারণ করেছো বুকে
তোমার কণ্ঠে ছিল বিজয়ের শ্লোগান
ছিল প্রেম,ছিল ভালবাসা
চঞ্চল ছিল তোমার প্রাণ।
হে কবি —
তুমি অগ্নিবীণার সুর
পথহারা পথ পথিকের
চির ভাস্বর, চির অম্ল্যান তুমি
নও তুমি দুর অতীতের।
হে কবি—-
তুমি অগ্নির স্ফুলিঙ্গ
তুমি মহা প্লাবন, তুমি কালবৈশাখী
তুমি সাইক্লোন
তুমি প্রভাতের মিষ্টি সুরে
গান গাওয়া বুলবুল
হে কবি নজরুল।