খোকসায় আওয়ামীলীগ নেতা আটক, ছাড়িয়ে নিতে কৃষকদল নেতার তদবীর
অন্তবর্তী সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র ও আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর নামে আওয়ামী ফ্যাসিবাদের পলাতক নেতা কর্মীরা বাইরে বেরিয়ে এসে ঢাকায় জমায়েতের পরিকল্পনা করেছে আগামিকাল ১২ নভেম্বর ।
এদিকে এই জমায়েতে অংশ নিতে ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণকালে কয়েকজন আওয়ামীলীগ নেতাকে কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ আটক করেছে বলে জানা যায়।
একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ভূমিকে জানিয়েছে, উপজেলা সদর, শিমুলিয়া, শোমসপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজন আওয়ামীলীগ নেতাকে আটক করেছে খোকসা থানা পুলিশ।
সূত্রগুলি জানায়, আটককৃত আওয়ামীলীগ নেতাদের ছাড়িয়ে নিতে দৌড় ঝাঁপ শুরু করেছে ওই উপজেলার একজন জাতীয়তাবাদী কৃষকদলের নেতা।
বিস্তারিত জানতে চোখ রাখুন বাংলাদেশ ভূমির ওয়েব সাইটে।