জমকালো আয়োজনে ৭৬ তম আর্ন্তজাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত
মাসুদ রেজা শিশির ॥ রাজবাড়ী- ফরিদপুর ক্রেডিট ইউনিয়ন ক্লাস্টার কমিটির উদ্দ্যোগে ও রাজবাড়ী জেলার সকল ক্রেডিট ইউনিয়নের আয়োজনে রাজবাড়ীর কালুখালীতে জমকালো আয়োজনে ৭৬ তম আর্ন্তজাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৪ পালিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় এ উপলক্ষে ভ্যান পার্টিসহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় কালুখালী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে শোভা যাত্রাটি কালুখালীর রতনদিয়া বাজার প্রদক্ষিণ শেষে পূনরায় কালুখালী শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগীতাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
রাজবাড়ী- ফরিদপুর ক্রেডিট ইউনিয়ন ক্লাস্টার কমিটির সেক্রেটারী ও পাংশা টি সি ইউ’র সভাপতি মোহাম্মদ আবু সায়েম’র সভাপতিত্বে ও পাংশা আর্দশ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী সাংবাদিক মাসুদ রেজা শিশির’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-কালুখালী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রব, রাজবাড়ী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ শোমসের আলী মন্ডল, বালিয়াকান্দি উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ শাহ জালাল, কাল্বব’র রাজবাড়ী জেলা ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, কালুখালী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন বালিয়াকান্দি উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহ-সভাপতি নিরুপম চৌধুরী। আলোচনা সভায় রাজবাড়ী জেলার ৯ টি ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সেক্রেটারী গনসহ বিভিন্ন সমিতির বিভিন্ন পর্যায়ের শতাধীক সমবায়ী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কেয়া সাহা ও তার দল। এ ছাড়াও স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। তাৎক্ষনিক কুইজ প্রতিযোগীতায় ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।