এইচ.এস.সিতে আসিফের অনন্য সাফল্য
বাংলাদেশ ভূমি: আজ ২০২৪ সালে অনুষ্ঠিত এইচ.এস.সি ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রনালয়। এতে ঢাকার শহীদ পুলিশ স্মৃতি কলেজ থেকে বিজ্ঞান শাখায় অংশগ্রহণ করেছিল মোহাঃ আসিফ আল মাসউদ। সে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে। তার এই অনন্য সাফল্যে উচ্ছ্বসিত তার শিক্ষক মন্ডলী, সহপাঠী এবং গ্রামের মানুষ।
আসিফ জন্মসূত্রে কুষ্টিয়ার খোকসা উপজলার তাহেরপুর গ্রামের কৃতি সন্তান।
পিতা-মাতার চাকুরী সূত্রে বসত করেন ঢাকার মিরপুর ১ নম্বরের আনসার ক্যাম্পে।
আসিফের পিতা একজন সরকারি কর্মকর্তা ও কবি মোহাম্মদ আকরাম হোসেন এবং মাতা মাকসুদা আক্তার ঢাকার আল হেরা বাণিজ্যিক মহাবিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক।
সে বড় হয়ে পিতার আদর্শধারণ করে একজন ভাল মানুষ হতে চায় এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চায়।
আসিফ এস.এস.সিতেও বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিল।
ইতোমধ্যে, তার সাফল্য সংবাদ প্রকাশিত হওয়ায় তার পিতা, আত্মীয় স্বজনসহ অনেকেই উচ্ছ্বাস ও আশির্বাদ ব্যক্ত করেছেন।