প্রত্যাশার অপমৃত্যু
রেদওয়ানুল করিম রনজু
অনেকগুলো চাওয়ার অপমৃত্যু হলো
অনেক প্রত্যাশাকে গলা টিপে হত্যা করা হলো
দীর্ঘদিন সাজিয়ে গুছিয়ে রাখা
স্বপ্ন/ইচ্ছেকে নিমিষেই নিঃশেষিত করা হলো।
চেষ্টার ত্রুটি বিন্দুমাত্র ছিলো বলে প্রতীয়মান নয়
সারাদিন রাত সব রকমের করনীয় সম্পন্ন ছিলো
অথচ শেষমুহুর্তে অবলীলায় ধ্বংস হলো।
অবশ্য এগুলো নিত্য নৈমিত্তিক এখন
এমনটা এবারই প্রথম ঘটনা নয়।
এমন হাজারটা ইতিহাস বিগত সময়গুলোতেও ঘটেছে
এবং ঘটছে হরহামেশাই।
মানুষের প্রত্যাশা, স্বপ্ন, চাওয়াকে
ধ্বংস করার মাঝেও হয়ত আলাদা তৃপ্তি
আত্মশান্তি থাকে কারো কারো।
নিজের প্রাপ্তি সুখে যারা আত্মতৃপ্ত
থাকনা তারা তাদের সুখ সাগরে মহানন্দে।
প্রত্যাশা আর প্রাপ্তির আশা অপূর্ণই থেকে যাক
বরাবরের মত না পাওয়াদের।