অভিমান
#পান্না_বদরুল
——————
এসো নতুন স্বপ্ন দেখি
তোমার হাতে হাত রেখে,
কোনো এক বৈশাখী মেলায় হারিয়ে ফেলেছিলাম তোমার দেয়া লাঠি লজেন্স,
তুমি কপোট অভিমানে হাতটি ছেড়েছিলে
আমি কি যে বোকা ছিলাম ওটাই সত্যি ভেবেছিলাম!
অভিমানের পাহাড়ে দাঁড়িয়ে হীরা ভুলে কাঁচ তুলে নেয় আবেগী মানুষ,
সেই পাহাড়ের চূঁড়ায় আকাশ মেঘ বৃষ্টি ছুঁয়ে যায়,
আমিও ছেড়েছি তোমার অপরূপা রূপের পশরা।
নবধারার স্রোতে বহু দিনের অভিমান ধুয়েমুছে গলে বয়ে যায় অন্য ভুবনে,
এক নতুন বদ্বীপ জেগে উঠেছে পৃথিবীর মানচিত্রে!
সহস্র অকুতোভয়ীর বলিদানে গড়া সে স্বপ্নভূমি জাগিয়ে দিয়েছে কোটি কোটি নিদ্রারত বিবেক,
মৃতপ্রায় বিবেক দিশেহারা পথিকের বেশে তোমাকে খুঁজে ফিরে,
অব্যক্ত যন্ত্রণায় কাতর স্বরে তোমাকে ডাকে
হে প্রিয়তমা !
বাড়িয়ে দাও তোমার কোমল কঠিন হাত দুখানি,
বিছিয়ে দাও তোমার লালপেড়ে শাড়ির সবুজ আঁচল,
টেনে নাও তোমার বরফ শীতল অবারিত বুকে।
তুমি যে আমার প্রিয় জন্মভূমি
তোমাকে নিয়েই নতুন স্বপ্ন দেখি
তোমার ভালোবাসার রেণু সর্বাঙ্গে মাখি।
———————————————————————-
#কবিতা_অভিমান
২৩সেপ্টেম্বর’২০২৪,ব্রায়ারউড,জামাইকা,নিউইয়র্ক,ইউএসএ।