শৈলকুপায় ১০১ সদস্যবিশিষ্ট মাধ্যমিক শিক্ষক সংগঠন এর কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিভিন্ন মাদ্রাসার সহকারী শিক্ষকদের নিয়ে গঠিত হয়েছে এই সংগঠনটি।
শৈলকুপা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংগঠনের সভাপতি মোঃ মিল্টন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক,শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমান।
শুরুবার সকালে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাশেষে ১০১ সদস্যবিশিষ্ট বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংগঠন এর পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটির সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন জোয়ার্দার তাঁর বক্তব্যে বলেন, এ কমিটির কোনো লোক অন্যায় কাজ করলে তার বিরুদ্ধেও আমরা অবস্থান নেব। শিক্ষকরা এমন কথা বলবেন না, যাতে সবার সম্মানহানী হয়। সব শিক্ষকের সহযোগিতা পেলে এ খাত দুর্নীতিমুক্ত হবে।
কমিটির সভাপতি মোঃ লিটন হোসেন সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, মাধ্যমিক স্কুলের শিক্ষকরা এমনিতেই বৈষম্যের শিকার। তাদের পদোন্নতি হয় না। শিক্ষকরা সরকারি অফিসে গেলে দয়া করে একটু সম্মান দেবেন। অনেক অফিসে গেলে শিক্ষকদের বসতেও দেওয়া হয় না। আর শিক্ষকরা বেতন স্কেলের কোন গ্রেডে আছেন। তাদের কেন পদোন্নতি হয় না- এগুলো দেখবেন।
সভাটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সংগঠন এর সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন জোয়ার্দার।