পাংশার গঙ্গানন্দদিয়া জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারধর আহত-৪ বাড়ী ভাংটুর লুটপাট
মাসুদ রেজা শিশির ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর গঙ্গানন্দদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারধর করা হয়েছে। সাথে বাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আহতরা হলেন- গঙ্গানন্দদিয়া গ্রামের রজব আলী মোল্লা, ফিরোজ আহম্মেদ, কাওছার উদ্দিন বিশ্বাস, ফারুখ হোসেন আহতরা সকলেই পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটিয়েছে।
আহত রজব আলী মোল্লা জানান দির্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে, আমাদের মধ্যে আমাদের জমির সকল কাগজপত্র থাকা সত্বেও আমাদের ওই জায়গা থেকে উচ্ছেদ করার লক্ষ্যে সন্ত্রাসী স্বপনের নেতৃত্বে বরি বিশ্বাস, আকমল বিশ্বাস, রুবেল বিশ্বাস, কাদের বিশ্বাস,লোকমান বিশ্বাস,রিফাতসহ বেশ কয়েকজন আমাদের লোকজনের উপর অর্তকৃত হামলা চালায় হামলায় আমাদের ৪ জন গুরুত্ব আহত হয়। সেই সাথে বাড়ী ভাংচুর করে নগদ অর্থ ও স্বর্ণালংকর লুটপাট করে নিয়ে গেছে।
এ ঘটনায় মোঃ কাউছার উদ্দিন বিশ্বাস বাদী হয়ে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে জোর করে আম বাগান থেকে জবর দস্তি করে আম কাঠাল পেড়ে নিয়েছে সেই সাথে ২টি বড় মেহুগুনি গাছ কেটে নিয়ে গেছে ওই দূবৃত্তরা। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা হতে পারে বলে আংশস্কা করছে স্থানীয়রা।