সাচ্চা কথা
মোঃ নূরুল ইসলাম আনিস
আমাদের ছাত্র জীবনের শুরুতে জানতাম
শিক্ষাই ২জাতির মেরুদণ্ড
কিন্তু বাস্তবে হবে
সুশিক্ষা জাতির মেরুদণ্ড।
ছোট বেলায় জানতাম
ব্যবহারে বংশের পরিচয়।
কিন্তু বাস্তবতায় দেখতেছি
ব্যবহার ব্যক্তির পরিচয়।
আমাদের ছোট বেলায় জানতাম
পানির অপর নাম জীবন
কিন্তু বাস্তবতায় হবে
নিরাপদ পানির অপর নাম জীবন।
নম্রতা, ভদ্রতা ও সরলতাকে
সম্মানী ব্যক্তিরা সম্মান করেন।
পক্ষান্তরে কিছু কিছু কুলাঙ্গার ব্যক্তিরা
নম্রতা, ভদ্রতা ও সরলতাকে দূর্বলতা ভাবেন।।