রেদওয়ানুল করিম রনজু
কেউ ভাবে পাগলামী
কারো ভাবনা ভন্ডামী।।
জানি শুধু এই আমি,
আমি জানি শুধু আমি।।
ভাববার কেউ নেই
বুঝবার দরকার নেই।।
যন্ত্রনা যতসব এই বুকে একা টানি।।
শত জ্বালা যন্ত্রণা আমার
আছে আমারই থাক
জানি কভু সারবে না,
বাড়া ছাড়া কমবে না।।
ডাক্তারের ঔষধ নেই,
মানুষের সেবা নেই
কালের আবর্তে শেষ হবে,
সব কিছু ফুরিয়ে যাবে।।
অবসান হবে যেদিন,
হাতড়েও পাবে না সেদিন।।
নিদারুণ, নিষ্ঠুরতা তামাশা
সঙ্গী আমার সারা জীবন
চেষ্টা করি হাসিমুখে
সবার সাথে ভাগাভাগির।।
আমার আমি নিজেই জানি
হলে পরে স্বার্থহানী
কেউ চিনে না আপন পর
কষ্ট আমার জীবনভর।।
চার দেয়ালে বন্দী আমি,
নেই স্বকীয়তা নেই সহমর্মিতা।।
সবার তরে আমি শুধু
নিঃস্বার্থ বিলিয়ে দেবার
থাকনা মিছে ফিরে
পাবার সকল আকুলতা।।