আজ বিশ্ব পরিবেশ দিবস।
“করবো ভূমি পুনরুদ্ধার, রখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা ”
এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, বেলাবো সাংগঠনিক জেলা শাখার কার্যালয়ে (০৫ জুন) বুধবার বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি নাজমুন নাহার আমেনা, সাধারণ সম্পাদক নাজরিন হক হেনা, লিগ্যাল সম্পাদক রোকসানা বেগম সহ বাংলাদেশ মহিলা পরিষদের সম্পাদক বৃন্দ ও সদস্য বৃন্দ।
এসময় বক্তব্য দেন সভাপতি রাবেয়া খাতুন শান্তি,সাধারণ সম্পাদক নাজরিন হক হেনা, সহ সভাপতি নাজমুনাহার আমেনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন সহ প্রমূখ।
বক্তারা বলেন বলেন যে সবাইকে পরিবেশ নিয়ে সচেতন হতে এবং সবাই যেন গাছ লাগাই। সেই সাথে রাস্তা-ঘাট, বাড়ির আশ-পাশ যেন পরিষ্কার পরিছন্ন রাখে। তাছাড়াও বতর্মান তাপমাত্রায় যেন সবাই সচেতন হয়।