রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাৎসরিক আনন্দ ভ্রমণে কক্সবাজার গেলেন পাংশা প্রেসক্লাবের সদস্যরা মিঠাপুকুরে শাড়ী পেচিয়ে এক মহিলার আত্ম হত্যা পাংশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত মৃত্যুর আগে ওয়াশরুম থেকে কবি হেলাল হাফিজের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ অনন্তলোকের চিরন্তন সফরে কবি হেলাল হাফিজ পাংশায় পুলিশকে দেখে ফাঁকা গুলি ছুঁড়ে পালানো আসামী গ্রেফতার ক্ষমা চাইলেন মুফতি আমীর হামযা আশা জাগিয়ে রাখি পাংশায় আগুনে পুড়ে ছাই হলো ৪টি ঘর খোকসায় আ.লীগ নেতাদের ছাড়াতে বিএনপির হাইব্রীড নেতাদের তদবিরে জনমনে প্রশ্ন  খোকসায় আওয়ামীলীগ নেতা আটক, ছাড়িয়ে নিতে কৃষকদল নেতার তদবীর রাজবাড়ী জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত কবি রফিকুল্লাহ কালবী : সাক্ষাৎকার পাংশায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা কেন্দ্রীয় কর্ম পরিষদ বৈঠকে আমীরে জামায়াত
বিশেষ ঘোষনা
বাংলাদেশ ভূমি ডটকম এ আপনাকে স্বাগতম। আপনার মূল্যবান সাহিত্য-কর্ম প্রকাশের জন্য বাংলাদেশ ভূমি’তে পাঠিয়ে দিন। এছাড়াও আপনার চারপাশের যে কোন খবর লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। আমরা বস্তুনিষ্ঠতা যাচাই করে তা প্রকাশ করবো। যোগাযোগ: খন্দকার জাহাঙ্গীর হুসাইন, মোবাইল-  ০১৭৫০৪৯৫৮২০ , ই-মেইল: bangladeshbhumi@gmail.com, এছাড়াও ভিজিট করতে পারেন বাংলাদেশ ভূমি/ @Bangladeshbhumi / খন্দকার জাহাঙ্গীর হুসাইন ইউটিউব চ্যানেলগুলি। এখন থেকে নিয়মিত বন্ধ্যান্ত, যৌন, পাইলস, নাকের পলিপাসসহ যাবতীয় রোগের চিকিৎসা করছেন: খ্যাতিমান হোমিও চিকিৎসক ডা. মো. জাহাঙ্গীর হুসাইন (ডি.এইচ.এম.এস; এম.এ) । খন্দকার হোমিও হল, মুসলিমপাড়া, হেমায়েতপুর, সাভার, ঢাকা। রোগী দেখার সময়: বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।

কুষ্টিয়া সুগার মিল ধ্বংসের পথে : মাটিতে মিশে যাওয়ার অপেক্ষায়

মাহমুদ শরীফ / ১৪০ জন পড়েছেন
আপডেটের সময় সোমবার, ৩ জুন, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ন
কুমারখালী (কুষ্টিয়া) কুষ্টিয়া চিনিকলের জরাজীর্ণ অবস্থা

মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা ঃ অর্ধশতাব্দীর কুষ্টিয়া সুগার মিলের উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে ২০২০ সালের নভেম্বরে। এরপর থেকে এই প্রতিষ্ঠানটির দিকে নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ফলে এটি এখন ধ্বংস¯‘পে রূপ লাভের অপেক্ষায় দিন গুনছে। বন্ধ হয়ে যাওয়া কুষ্টিয়া চিনি কলের কর্মহারা ভুক্তভোগী শ্রমিকরা রয়েছে চরম দূর্ভোগে। ঘটনার সত্যতা স্বীকার করেই কারখানার ইনচার্জ বলেন, প্রাকৃতিক দুর্যোগে কারখানার যে ভবনগুলির বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তারা পরিদর্শনও করেছেন কয়েকবার। রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলেই মেরামত করা হবে।

কুষ্টিয়া চিনিকলের সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের একটি সুপারিশপত্রে এ সংক্রান্ত সিদ্ধান্তে জানানো হয় চিনি উৎপাদন, আখের জমি হ্রাসকরণ, মিলের ব্যব¯’াপনা ও দক্ষতা, লোকসান ও রক্ষণাবেক্ষণ ব্যয় উর্ধ্বগামী হওয়ায় ২০২০ সালের ৩ নভেম্বর দেশের ১৫টি চিনিকলের মধ্যে কুষ্টিয়া চিনিকলসহ দেশের ৬টি চিনিকল ২০২০-২১ অর্থবছর থেকে আখ মাড়াই মৌসুমে উৎপাদন ¯’গিত করে সরকার। সেখানে আরও উল্লেখ করা হয়েছিল, চলতি অর্থবছরে আখ মাড়াই কার্যক্রম পরিচালনার জন্য সম্ভাব্য অর্থ ব্যয় করা লাগবে ৫৩৪ কোটি ১৩ লক্ষ টাকা। এর মধ্যে চিনি মোলাসেসসহ বায়োপ্রডাক্ট খাত থেকে ২৫০ কোটি ৫৯ লক্ষ টাকা আয় হলেও অবশিষ্ট ২৮৩ কোটি ৫৪ লক্ষ টাকা সরকার থেকে ভর্তুকি দেয়া লাগবে।
উল্লেখ্য, এমনিতেই পূর্ববর্তী অর্থ বছরে চাষিদের আখ ক্রয়ে ভর্তুকি বাবদ ১২৩ কোটি টাকা অনুমোদন হলেও তা ছাড় না করায় আখ চাষিদের পাওনাদি, শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা বকেয়ার বোঝা চেপেই থাকে চিনিকলের ঘাড়ে। বিদ্যমান এই পরি¯ি’তিতে অলাভজনক বা লোকসানি প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত কুষ্টিয়া চিনিকলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ রাখা অনিবার্য হয়ে পড়ে।
চাষাবাদে অতি উর্বর কুষ্টিয়ার মাটিতে আখ চাষের সেরা মানের পরিবেশ থাকায় ১৯৬১ সালে ২২১ দশমিক ৪৬ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া চিনিকল। ১৯৬৫-৬৬ অর্থ বছর থেকে শুরু হয় আখ মাড়াই কার্যক্রম। পরে ১৯৭২ সালে প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রয়াত্ত হিসেবে স্বীকৃতি দেয় সরকার।
কুষ্টিয়া চিনিকলের শ্রমিক মিনাপড়ার রেজাউল করীম (৭৫) বলেন, এই প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ক্যাটাগরির শ্রমিক, কৃষক, ব্যবসায়ী মিলে অর্ধলক্ষাধিক মানুষের আয় রোজগারের কেন্দ্র ছিল। চলছিলও ভালোই, লাভজনক প্রতিষ্ঠান হওয়ায় এর উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি করা হয়েছিল। কিš‘ দীর্ঘদিনের অযতেœ আর অবহেলায়, অনিয়ম, অব্যব¯’াপনার ফলে এই প্রতিষ্ঠানটিকে লোকসান দেখিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, কর্তৃপক্ষ দোষ দেয় শ্রমিক সংগঠনকে, শ্রমিকরা দোষারোপ করে কর্তৃপক্ষের অব্যব¯’াপনাকে। বন্ধ হওয়া কারখানাটি এখন আস্তে আস্তে মাটিতে মিশে যাওয়ার অপেক্ষায় আছে। এতো বড় একটা কারখানা চোখের সামনে ধ্বংস ¯‘প হয়ে যা”েছ কারখানার সেডগুলি, খসে পড়ে যা”েছ সব কিছু, অথচ দেখার কেউ নেই।
আখ চাষি জালাল মন্ডল আক্ষেপ করে বলেন, ক্ষতিকর জেনেও আমরা জমিতে বাৎসরিক আর্থিক ফসল আখচাষ করে মিলে এসে হয়রানি আর ভোগান্তির কারণে আখ চাষ থেকে মুখ ফিরিয়ে দেয় কৃষকরা। তামাক কোম্পানিরা যেখানে টাকা, সার বীজসহ সব রকম সাহায্য করে চাষিদের চিনিকলের লোকজন তার সম্পূর্ণ উল্টো। সে জন্যই মিলটার এই দুরব¯’া।
শ্রমিক নেতা সাগর আহমেদ বলেন, কোন শ্রমিক কখনও চাইবে না তার কর্মপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাক। এখানে কেবলমাত্র শ্রমিকদের সর্বো”চ আন্তরিকতা থাকলেই চলবে না। সরকারকেও এগিয়ে আসতে হবে। চিনিশিল্প কর্পোরেশনকে আন্তরিক সুদৃষ্টি দিতে হবে
বন্ধ হয়ে যাওয়া কুষ্টিয়া চিনিকলের দেখভালের দায়িত্বরত (কারখানা ইনচার্জ) হাবিবুর রহমান সকল সমস্যার কথা স্বীকার করে বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও নানা কারণে কারখানা ভবনের এই জরাজীর্ণতার কথা চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের সর্বো”চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। উনারা কয়েকবার এসে পরিদর্শনও করে গেছেন। কিš‘ এখনও পর্যন্ত ক্ষতিগগ্র¯’ জায়গাগুলি মেরামতের জন্য কোন অর্থ বরাদ্দ হয়নি। অর্থ বরাদ্দ পেলেই ভেঙে যাওয়া বা উড়ে যাওয়া চালাসহ ভবন সংস্কার করা হবে।
মূলতঃ চিনিশিল্প কর্পোরেশনের দায়িত্বহীনতার ফলে প্রতি বছরই উৎপাদিত চিনি গুদামজাত থেকে অবিক্রিত থাকায় একদিকে শ্রমিক তার বকেয়া বেতন, বোনাস, ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করে। অন্যদিকে কৃষক তার আখের দাম পেতে হয়রানির মুখে আখচাষে নিরুৎসাহিত হয়। আবার অর্থসংকটে মিলের সংস্কার কাজও আটকে যাওয়াসহ সবমিলিয়ে এক অনিশ্চিত শংকায় দিন কাটছে কুষ্টিয়া চিনিকলের। ধ্বংসের পথে শেষ সময় পার করছে এই শিল্প প্রতিষ্ঠানটি। এখন ধ্বংস¯‘পে রূপ লাভের অপেক্ষায় দিন গুনছে শুধু।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর