ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষা 2024 এর ফলাফল। এই পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ গোল্ডেন-5 অর্জন করেছে মাহরুফ শাহরিয়ার রাফিদ। রাফিদ মিরপুর মডেল একাডেমিতে বিজ্ঞান বিভাগ থেকে অংশ গ্রহণ করেছিল। তার এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী ও তার পরিবার।
রাফিদের পিতাঃ মোঃ মাসুদ রানা মিলন এ্যানেসথেসিয়া টেকনিশিয়ান জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল (NICVD), ঢাকা এবং মাতাঃ মোছাঃ রুফিয়া খাতুন, সিনিয়র স্টাফ নার্স হিসাবে,NICVD,ঢাকায় কর্মরত আছেন।
তিনি ভবিষ্যতে আর্মি অফিসার অথবা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন ।
রাফিদ তার মাতা পিতার কর্মসূত্রে ঢাকায় বসবাস করলেও তার পৈত্রিক নিবাস কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গী গ্রাম।
তার চাচ্চু কবি জিল্লুর রহমান লালন বাংলাদেশ ভূমির মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।