ভূমিহীন আন্দোলনের সাবেক সংগঠক, মানবাধিকার কর্মি ও বিশিষ্ট ব্যবসায়ী গৌতম কুমার সেন ও নিজেরা করি সংস্থার সাবেক আঞ্চলিক প্রধান শিখা সেন এর একমাত্র কন্যা অনন্যা সেন এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ গোল্ডেন ৫ পেয়ে উত্তির্ণ হয়েছে। সে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্ল হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে অংশ গ্রহণ করেছিলো।
অনন্যার জন্য সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন তার মাতা ও পিতা।