মেডোহ্রিনাম
ডা. খন্দকার জাহাঙ্গীর হুসাইন
ডি.এইচ.এম.এস; এম.এ
১. বদ্ধমূল ধারণা বা ফিক্সট আইডিয়ার মানুষ।
২. দয়ালু ও অতিথি পরায়ণ।
৩. কখনো কখনো শিশু বা পশুপাখিকে নিষ্ঠুরভাবে প্রহার করে।
৪. বৌকে আচ্ছা মতো পিটায় আবার ভালোওবাসে।
৫. সাহসী কিন্তু ভীতু আঁধার ও সর্পভীতি
৬. বাচাল প্রকৃতির হয় এক কথা বারবার বলে ।
৭. আবেগপ্রবণ। কান্না করে (মৃত্যুভয়)
৮. তিরস্কার করলে খুব সহজেই কষ্ট পায়।
৯. মেজাজ দিনে খিটখিটে রাত্রে ভালো থাকে।
১০. সহজেই কাউকে কথা দেয় না।
১১. জমকালো পোষাক পড়ে।
১২. কথা বার্তায় চিন্তা চেতনায় যৌনচিন্তা দেখা যায়।
১৩. সমকামিতাও দেখা যায়।
১৪. এরা বেহায়া প্রকৃতির হয়।
১৫. সব সময় আতঙ্কগ্রস্থ।
১৬. এরা খুব সতর্ক থাকে।
১৭. ক্রমাগত পাপ করেই যায়।
১৮. ধর্মের ব্যপারে বাড়াবাড়ি করে।
১৯. ভ্রম ধারণা হয়।
২০. সকল কাজে তাড়াহুড়া করে।
২১. দীর্ঘমেয়াদী কাজে আগ্রহ হারিয়ে ফেলে।
২২. ভীষণ অধৈর্য।
২৩. প্রতিশ্রুতি দিলে সাক্ষাতের জন্য অস্থির থাকে।
২৪. ভাবনার মধ্যে ডুবে থাকে তাই অন্য মনস্ক থাকে।
২৫. অস্থিরতা কাল্পনিক চিন্তা আসে।
২৬. চটপটে মানুষটি হঠাৎ করে নিশ্চুপ হয়ে যায়।
২৭. লবন প্রিয় ছিলো।
২৮. কোন কিছু মনে রাখতে পারে না।
২৯. কথা বার্তা প্রায়ই ভুল করে।
৩০. অপচিকিৎসায় লক্ষণগুলি চাপা পরে মানসিক পরিবর্তন হতে পারে।
৩১. ঘোরের মধ্যে বসবাস করে।
৩২. অংক দুর্বল
৩৩. পরিচিত নামও সে ভুলে যায়।
৩৪. ইতিহাস মনে থাকে না।
৩৫. যে কথা বলা উচি নয় সেই কথাই বলে ফেলে। কথার খেঁই হারিয়ে ফেলে।
৩৬. রোগ সারতে দেরি হলে অধৈয্য হয়ে যায়।
৩৭. কারো আনুগত্য মানতে চায় না।
৩৮. এরা দায়িত্ব নিলে পালন করে।
৩৯. অনৈতিকভাবে হলেও জিততে চায়।
৪০. ভ্রান্ত ধারণা (মনে হয় পিছনে পিছনে কেউ হাটছে বা ডাকে। কোন শব্দ শুনতে পায়।
মেডোহ্রিনামের অভিজ্ঞান
১.কোন গর্ভবতী নারীর বোমী বন্ধ করতে মেডোরিনামের ৫০এম শক্তির এক মাত্রায় উপকার দর্শে।
২.বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, ওভারীতে টিউমার আছে এমন মহিলার স্বামীর গণোরিয়ার ইতিহাস ছিলো এবং অপচিকিৎসা হয়েছিলো এমন নারীর ক্ষেত্রে মেডোহ্রিনাম খুব কাজ।
৩. যে সকল বাচ্চারা বিছানায় প্র¯্রাব করে এবং প্র¯্রাবে দূর্গন্ধ হয়, ঘুমের মধ্যে পা নাড়ায় এই বাচ্চারা বড় হলে চরিত্রহীন হবে। মেয়ে হলে বেদনাযুক্ত মাসিক হবে ও জরায়ু ওভারীতে টিউমার হবে।
৪. কোন বাবা -মা অথবা বিশেষ করে মা যদি বেশি গরম কাতর হয়, খুব ঘামে, বেশি পানি পান করে এবং পাখার বাতাস কামনা করে তাহলে এই মায়ের বাচ্চারা বিকলাঙ্গ হবে।
৫. হাঁপানী রোগীর ইতিহাসে যদি জানতে পারেন তার পিতা মাতার গণোরয়িার ইতিহাস ছিলো।
৬. তাড়াহুড়ো করে বাচ্চাকে দুধ খাওয়ালে সেই বাচ্চা আক্রমণাত্মক ও বদমেজাজী হয়।
৭. রোগীর নাক ও চোখ দিয়ে খুব পানি ঝরছে মাথায় ও মুখমন্ডলে দাদ অথবা চুলকানি তাহলে জানবেন তার পিতার গণোরিয়া ছিলো অথবা লিঙ্গে আঁচিল বা টিউমার ছিলো।
৮. সাইকোসিস দোষযুক্ত পিতা মাতার সন্তান প্রায় বোমি করে পাতলা পায়খানা হয় কোন কিছুতেই বন্ধ হচ্ছে না এমন রোগীতে মেডো দিলে কাজ হয়।
৯. মেডোর রোগীদের ঠোঁট মোটা হয় । এরা বদ মেজাজী হয়।
১০. সাইকোসিস রোগীর উদ্ধট চিন্তা দেখা দেয়। ব্যথা মারাত্মক আকার ধারণ করলে বুঝবেন সাইকোটিক মায়াজম।
১১. বংশগত গণোরিয়ার অপচিকিৎসা হলে সাইকোটিক প্রবণতা আরো জটিল ও গতি পায়।
১২.পিতার নিকট থেকে সাইকোসিস দোষ পেলে বাচ্চা রিকেট রোগে আক্রান্ত হতে পারে।
১৩. যাদের গায়ে যতোবেশি লোম তারা একটু ততোবেশি দুষ্টু প্রকৃতির হয় সেক্সি হয়।
১৪. গায়ে প্রচুর লোম, খুব লবণ প্রিয়, হালকা পাতলা চেহারা, মুখ ঘামে বা গরম কাতর, খুব মিষ্টি পছন্দ, খুব চর্বি পছন্দ।
Valo likhesen vaia