মাসুদ রেজা শিশির ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়ায় গ্রামে অবস্থিত রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বিকাল ৪ টায় রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত রহমাতুননেছা স্ক্রীল ট্রেনিং ইনস্টিটিউট (আর এস টিআই) ২য় ব্যাচের ছাত্র-ছাত্রীদের কোর্স সমাপনী সনদ ও টুলস বক্স বিতরণ করা হয়। এ সময় কোর্স সম্পূন্য করা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কোর্স সম্পূন্য করে সকলেই নিজ নিজ কর্মে প্রবেশ করেছেন তারা। ২য় ব্যাচের ছাত্র-ছাত্রীদের কোর্স সমাপনী সনদ ও টুলস বক্স বিতরণ অনুষ্ঠানে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (নিবন্ধন ও অডিট) এনজিও বিষয়ক ব্যুরো যুগ্ন সচিব মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে এম, শফিকুল মোরশেধ আরুজ, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আকামত আলী, সাওরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ঠান্ডু, সাধারণ পরিষদের নির্বাহী সদস্য আলমগীর হোসেন, আড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান সরদার, ফাউন্ডেশনের সাধারণ পরিষদের নির্বাহী সদস্য মোঃ আমজাদ হোসেন মাস্টার, রহমাতুন্নেচ্ছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মোঃ শহীদুল ইসলাম ও ব্যবস্থাপক আবু সোলায়মানসহ শিক্ষক মন্ডলী স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।