মাসুদ রেজা শিশির ॥ পাংশা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম বারের মত চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো। এর আগে সাইফুল ইসলাম বুড়ো ১৯৯২ সাল থেকে ৫ বার মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন- এ নির্বাচনের লক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যনের পদ থেকে পদ ত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনি ।
শনিবার পাংশা পৌর শহরে বিকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত প্রায় ২ শতাধীক মোটর সাইকেল নিয়ে সাইফুল ইসলাম বুড়ো’র পক্ষে নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পড়ন্ত বিকালে পাংশা শিল্পকলা মোড় এলাকা থেকে মনোয়ার হোসেন জনির নেতৃত্বে মোটর শোভাযাত্র শুরু হয়, শহরের বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মীরা মিছিলে যোগদেন। পাংশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দিপক কুমার কুন্ডু, পাংশা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অতুর সরদার অতুর, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল আল মামুন, সেচ্ছাসেবক লীগের আহবায়ক নাজমুল হাকিম রুমিসহ নেতা কর্মীরা প্রায় ২শতাধীক মটর সাইকেল নিয়ে সত্যজিৎপুর, কুড়াপাড়া, সরদার বাসস্ট্যান্ড, মৈশালা, কালিবাড়ী মোড়, টেম্পু স্ট্যান্ড, থানা মোড়, দরগা তলা এলাকা হয়ে সাইফুল ইসলাম বুড়োর পক্ষে মিছিল করেন।
এ নির্বাচনে আওয়ামীলীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়োকে নির্বাচিত করতে দলীয় নেতা কর্মীরা ঐক্যবন্ধ হয়ে মাঠে নেমেছেন। আগামী ২৩ এপ্রিল প্রতিক বরাদ্ধ দেওয়া হবে ২২ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ নির্বাচনে ২ জন চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি ৫ জন উপজেলা ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছে।