ঢাকা মহানগরীর চকবাজার এলাকায় ৩১-০৩-২০২৪ তারিখ রবিবারে এপিবিএন ১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিএসটিআই। মোবাইল কোর্ট পরিচালনাকালে ৩৯/২, ওয়াটার ওয়ার্কস রোড, চকবাজার, ঢাকায় অবস্থিত লিটা শরীফ ভবনের পঞ্চম তলায় একটি অবৈধ নকল কসমেটিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে অভিযান কালে নামিদামি ব্র্যান্ড যেমন জনসন বেবি শ্যাম্পু, ভ্যাসলিন স্ক্রিন লোশন, ডাব স্কিন লোশন, সানসিল্ক শ্যাম্পু, ডাভ শ্যাম্পু, হেড এন্ড সোলজার শ্যাম্পুসহ বিপুল পরিমাণ নকল পণ্য পাওয়া যায়।
কোন ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই সকল পণ্য উৎপাদন করা হচ্ছিল। পুরাতন কৌটা ও নতুন নকল কৌটায় এ সকল পণ্য বাজারজাত করা হচ্ছিল। প্রতিষ্ঠানটিতে মালিকপক্ষ বা অন্য কোন কর্মচারী না থাকায় ভবন মালিকের প্রতিনিধির উপস্থিতিতে এ সকল পণ্য জব্দ করা হয়। বিজ্ঞ আদালতের নির্দেশে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব এইচ এম তানজীল, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মামুনুর রশীদ, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।