অপেক্ষা
-বিচিত্র কুমার
চাতকপাখির মতো তোমাকে চাইতে চাইতে;
রঙিন স্বপ্নগুলো অশ্রু জলে ঝরে গেছে:
বুকের গভীর থেকে।
এখন আর দুচোখের পাতায় রৌদ্র ঝিলমিল করে না:
মুক্ত আকাশের নীচে।
তোমার মুখশ্রীও আর আগের মতো মনে পড়ে না;
যেন জৈষ্ঠের কাটফাটা রৌদ্রে হৃদয় পুড়ে:
ময়দার ঝলসানো রুটির মতো ঝলসে গেছে।
তবু এ হৃদয় একটা বৃষ্টির প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়;
একটা বর্ষামুখশ্রী দেখার জন্য,
একটা সত্যিকারের ভালোবাসা দেখার জন্য।
চারদিকে শুধু নদীস্রোতের কলকল ধ্বনি শুনি;
এখানে সেখানে জোরা মানিককেরা সাঁতার কাটে;
আবার হারিয়ে যায় দিনের শেষে।
আমি হয়তোবা এমন কোনো সম্পর্ক চাইনি
এজন্য একটা প্রেমিকাও যোগাতে পাইনি।
চাতকপাখির মতো তোমাকে চাইতে চাইতে;
হৃদয়ে জমানো রঙিন স্বপ্নগুলো অশ্রু জলে ঝরে গেছে:
এ বুকের গভীর থেকে।
তবু এক পলক সেই বৃষ্টির দেখা পাইনি।