প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতির উদ্দশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো একযোগে সম্প্রচার করবে।
এদিকে আজ রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাক আউট পালিত হবে। গণহত্যা দিবস পালনের জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এটি করা হবে। তবে কেপিআই ও জরুরি স্থাপনা এর আওতামুক্ত থাকবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।