আজ বিজয়
মনিরুজ্জামান মনির
আজ বিজয় দিবস
পতাকার তলে আজ জনতার ঢল
প্রাঞ্জল মহা উল্লাস
আজ বিজয় দিবস।
এ বিজয় শত জনমের কাঙ্খিত
পাওয়া-না পাওয়ার আনন্দ -বেদনার।
এ বিজয় লাখো শহীদর রক্তে রাঙানো
এই বাংলার বাঙালির ইতিহাস।
এ বিজয় তোমার আমার
আপামর জনতার।
এ বিজয় ছিনিয়ে আনিতে
এই বাংলাকে ভালোবেসে
যাঁরা রেখে গেছে প্রাণ অফুরান
শত সিরাজ,তিতুমীর,ক্ষুদিরাম
নামহারা আরও লাখো বীর
তাঁরা এই বাংলার বাঙালির সন্তান।
এ বিজয়ের পথ চেয়ে
কত কুলবধু হয়েছে বিধবা-
কত শহীদের হয়নি কবর,
কত জননী আজও পথ চেয়ে-চেয়ে আছে
কতজন রাখে সে খবর?
আজি সময় এসেছে শপথ নেবার-
এ বিজয় হোক চিরঅম্লান চিরমধুময়
আমরাও রেখে যেতে চাই
প্রাণ অবিনাশ-
আজ বিজয় দিবস।