মানুষ বন্ধ্যাত্ব, পাইলস, নাকের মাংশবৃদ্ধিসহ নানাবিধ যৌন রোগে ভুগে ভুগে মানসিক অশান্তিতে অতিষ্ট হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে ডাক্তার , কবিরাজ দেখাতে দেখাতে কোন কাজ না হওয়ায় আরো বেশি হতাশ হয়ে পড়ে। হয়ত ঘটনাক্রমে এমন সমস্যায় আপনিও ভুগছেন। কখনো কখনো আপনি কারো কাছে শেয়ারই করতে পারছেন না- কি করবেন। আপনার মানসিক প্রশান্তি আনয়নে হোমিওপ্যাথি চিকিৎসার কোনো বিকল্প নেই। ইনশা আল্লাহ আল্লাহর রহমতে আপনি নির্মল আরোগ্য লাভ করবেন।
তাই এমন সকল হতাশাকে চিরতরে কবর দিতে হোমিওপ্যাথি চিকিৎসক ডা. মো. জাহাঙ্গীর হুসাইন এর কাছে চলে আসুন।
খন্দকার হোমিও হল, মুসলিমপাড়া, হেমায়েতপুর, সাভার, ঢাকা। মোবাইল ০১৭৫০৪৯৫৮২০।
রোগী দেখার সময়: বিকাল ৫টা থেকে রাত ১০টা ।