ঈদের শাহাজাদা
নূর-ই-ইলাহী
রাত্রি আমার লাগে ভালো জ্বললে তারা দূরে,
জোনাকিরা ছড়ায় আলো ঝিঁঝি পোকার ঘরে।
অন্ধকারের বাগান জুড়ে ফোটলে গন্ধরাজ,
রাত্রি জুড়ে পড়ার ঘরে দাদুর অনেক কাজ।
খুব সকালে উঠেই আমার দু-চোখ ছানাবড়া!
দাদু আমার খাতার পাতায় লিখেছে এক ছড়া-
“চাঁদের নাকি হাট বসেছে নিঝুম পাড়ার গাঁয়,
আলো সেথায় অনেক আলো জোছনা বয়ে যায়।
মেঘের নাকি মনছুটে যায় তেপান্তরে দেশে।
চাঁদ মামাটা দিচ্ছে চুমু আমার কপোল ঘেষে।
অচিন দেশে যায় উড়ে যায় বকগুলো সব সাদা,
এখন থেকেই আমিই নাকি ঈদের শাহাজাদা!”