সঞ্জিত কুমার দে: অসহায়, গরীব ও প্রতিবন্ধীদের ফ্রি সিএনজি অটোরিক্সা সার্ভিস দিয়ে সারা দেশে ভাইরাল হয়েছেন দুলাল নামের সিএনজি অটোরিক্সা চালক।
জন্মসূত্রে দুলাল ঢাকার সাভারের অধিবাসী হলেও, বর্তমানে তিনি ঢাকার গাবতলীর বাসিন্দা।
অসহায়, গরীব ও প্রতিবন্ধীদের ঢাকা শহরে ফ্রি যাতায়াত সার্ভিস ও ঢাকার বাইরে শুধুমাত্র জ্বালানি খরচের বিনিময়ে দুলাল তাঁর মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।
ঢাকা শহরের বিভিন্ন স্থানে সিএনজি অটোরিক্সা চালাতে গিয়ে দুলালের সন্ধান পান বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় বিনোদন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত।
হানিফ সংকেতের উপস্থাপনায় ইত্যাদির আমন্ত্রিত অতিথি হিসেবে রাতারাতি ভাইরাল হয়ে যান মানবিক সিএনজি অটোরিক্সা চালক দুলাল।
হানিফ সংকেতের বদৌলতে দুলাল পুরস্কার স্বরুপ নগদ এক লক্ষ টাকা ও একটি সিএনজি অটোরিক্সা পুরস্কার স্বরুপ লাভ করেন।
ইত্যাদি অনুষ্ঠানের প্রচারণার পরপরই দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে মানবিক সিএনজি অটোরিক্সা চালক দুলালের মানবিক কর্মকাণ্ডের কথা।
তাঁর ডাক পড়ে বিভিন্ন মিডিয়া সেন্টার থেকে।
মানুষের ভালো কাজের যে মূল্যায়ন আছে তা মানবিক সিএনজি অটোরিক্সা চালক দুলালের জীবন থেকে ধারণা পাওয়া যায়।
ইট পাথরের শহরে মানুষের স্বার্থময় জীবনে আজও দুলালের মতো মানবিক মানুষ গুলো মানবতার জয়গান গেয়ে যাচ্ছে।