আজ সোমবার দেশের সর্বউত্তরের জনপদ পঞ্চগড়ের তাপমাত্রা ৯.৭ ডিগ্রি। হিমালয় কন্যা পঞ্চগড়ে সন্ধ্যা নামলে শুরু হয় বরফ ঝরা হিমেল হাওয়া।
আবার সকালে বেলা বাড়ার সাথে সাথে আলো ঝলমল দিনের সূচনায় ধীরে ধীরে বাড়তে থাকে তাপমাত্রা। সন্ধ্যা নামার সাথে সাথে কনকনে শীতে কাবু হয়ে পড়ে উত্তরের হিমপ্রবণ এ জেলার মানুষেরা। গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইলেও গত শনি ও রবিবার মিঠেল রোদের হাসির ঝলক দেখা যায়। গতকালের সর্বনিম্ন তাপমাত্রা (তেঁতুলিয়া)১০ ডিগ্রি সেলসিয়াস আজকেও এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা (তেঁতুলিয়া) ৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।