খোকসায় বাড়িঘরে হামলা করে লুটতরাজ
কুষ্টিয়ার খোকসার শোমসপুর ইউনিয়নের নিশিন্তবাড়িয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বাড়ির মালিক আব্দুল রউফ শেখের ছেলে রকি শেখের স্ত্রী জানান, গত ১১/১২/২০২৩ রোজ সোমবার দুপুর ২ টার দিকে একই গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে হাকিম শেখ ও উকিল শেখ এবং মোমিন শেখের ছেলে রাজীব শেখ ও আলামিন শেখ এসে আমাদের বাড়ীতে হামলা চালায়। আমরা বাধা দিতে গেলে তারা আমাকেও মারধর করে ঘর বাড়ি ভাংচুর করে ঘরে ঢুকে সাববাক্স ভেঙে নগদ দুই লাখ টাকা ও এক ভরি সোনা নিয়ে যায়।।
স্থানীয়রা জানান, অভিযুক্তদের সাথে রকির জমিজমা সংক্রান্ত বিরোধ আছে। তারই জের ধরে হঠাৎ করে তারা রকির বাড়ীতে হামলা চালায়। ঘরের ভেতরে সব কিছু তছনছ করে ফেলেছে। শুনেছি, টাকা পয়সা, গয়নাসহ বহুত মালামালও নিয়ে গেছে তারা।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।