কুষ্টিয়া: গাছ লাগান, পরিবেশ বাঁচান এই শ্লোগানে চাঁদ পাঠাগারের উদ্যোগে ২০ আগস্ট ২০২৩ রোজ রবিবার উপজেলা পরিষদ চত্ত্বর হতে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ বাবুল আক্তার।
উপজেলা নির্বাহী অফিসার জনাব রিপন বিশ্বাস এর পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নাজমুল হক, খোকসা উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সেলিম রেজা, খোকসা আবু তালেব ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি জনাব জিল্লুর রহমান। চাঁদ পাঠাগারের সেচ্ছাসেবক জনাব মোঃ শিহাব উদ্দিন, জনাব মোঃ আনারুল ইসলাম, জনাব মোঃ জুবায়ের রহমান, জনাব মোঃ ফজল ইসলাম, জনাব মোঃ রাসেল আহমেদ, জনাব মোঃ আব্দুল মমিন, জনাব মোঃ অনিক, জনাব মোঃ সাকিবুল, জনাব মৃন্ময় বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।