বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করির রিজভী বলেছেন, শেখ হাসিনার নির্দেশে বিচারকরা যে ফরমায়েশি রায় দিয়েছেন তা কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে।
বুধবার (২ আগস্ট) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জুবাইদা রহমানকে আদালতের দেয়া সাজার প্রতিবাদে নয়াপল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এই রায় দেয়া হয়েছে।
বিএনপি টাকা কোথায় পায়, প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে উদ্দেশ্যে তিনি উল্টো প্রশ্ন রেখে বলেন, ধানমন্ডিতে ভবন, গুলিস্তানে আলোকসজ্জিত ১০ তলা যে ভবন (আওয়ামী লীগ অফিস) তৈরি করেছেন সে টাকা কোথায় পেয়েছেন। এছাড়া আজকের রংপুরের সমাবেশে ১ হাজার টাকা করে লোক আনা হয়েছে, এই টাকা কোথায় পেলেন?
তিনি বলেন, তারেক রহমান ও জুবাইদার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণের তীব্র আন্দোলনের মুখে এরাই কালবৈশাখী ঝড়ের মতো উড়ে যাবে।
তিনি বলেন, বিএনপির সমাবেশে জনতার ঢল দেখে শেখ হাসিনা ভয়ে এ রায় দিতে বাধ্য করেছে।
সমাবেশ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশের গণতন্ত্র নিয়ন্ত্রণের কারণে শেখ হাসিনার বিচার হবে একদিন এই দেশের মাটিতে। শেখ হাসিনাকে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।