মোহররম
-মাহাতাব হাসান এমরে
ওহে লাল অসির রক্ত খুনিয়া
তখ্ত লোভী এজিদি মন !
কেমনে তোরা তখ্ত লোভে
ঝরাও আপন মুসলিম ধন !
আল আরাবি রসুলের স্নেহ
ঐ ইমাম হোসেনের প্রাণ,
কোন সে লোভে জান্নাত
ভুলিয়া নিষ্পাপ রক্তের পান?
স্নেহের পুত্র আসগর আলি
কাঁদছে ঐ মরণ পিপাসায়,
দাও না তাঁরে কয়েক ফোঁটা
আঁচল ভরা জল জিহ্বায় !
কেন সেই পিপাসা পুত্র শহিদ
করিলি তোরা হায় ! হায় !
পৃথিবীর সবি ঘৃণা জন্মায়
তোদের নামে এই জামানায়?
মুসলিমে-মুসলিমে রক্ত ঝরাও
কেমনে তুমি সেই মুসলমান?
রক্ত যে সদা কথা বলে তাঁর মৃত্যুতে
পৃথিবী করছে কম্পমান।
হায় ! হায় ! মানব রক্ত ঝরাও কেন
কোন সে তুমি মুসলমান?
সত্য বিধান ছেড়ে কোন সে পথে
আনো জীবনের অপমান?
তাজিকিয়া-ফাজিকিয়া করছে সবি
এক শয়তান উন্মাদ দল,
বিষাদ সিন্ধু লেখা রে ভাই আরেক
শয়তান উন্মদ খেলার কল?
কুসংস্কারের বাগাড়ে ঢুকছে মুসলিম
মানছে না সুন্নাহ-কুরআন,
বাঙালি মুসলিম মাতেসে সবি নাইকো
তাদের সেই মান-সম্মান?
ইমাম হোসেনের ত্যাগের শিক্ষা নাওনি
তুমি কখনো হৃদয় ভরি?
কখনো কী নিজেকে অন্যায়ের পথ
থেকে সরাইছ হে বাঙালি !
কারবালার ঐ সত্য ঈমান দেখাও তুমি
হাজার শোকের মায়ায়।
সত্যের জন্য রক্ত ঝরানো এই দুনিয়ায়
ইমাম হোসেনের অতিথি কোথায়?
২৯-০৭-২০২৩
আড়পাড়া, শালিখা, মাগুরা।