তোমার হাতেই ঢোলের চাবুক তাড়াও_ আমি তাড্যমান
তোমার তাড়ায় হই তাড়িত তাই ভাবি সই ভাগ্যবান ।
আর কত পথ দৌড়ে বাঁচি_ নাচাও তুমি আমরা নাচি
জয় পরাজয় তোমার হাতে তুমিই মহান আদ্যমান।
বাছ-বিচারে আমায় রেখো গ্রহণ করো এই আরতি
বিপদ-শ্বাপদ সংকুলতায় তুমি বিনে নাই সারথি
আহ! কত সুখ এই পরাণে তোমায় যদি পাই আমাতে
অবোধ-অলস তাড্যমানের কে পারে গো আর থামাতে?
২৪.০৭.২০২৩
ঢাকা।