ডাস্টবিন
– রিয়াদ বিশ্বাস
ওলো সেকি কতা জাত জানিসনা ধর্ম জানিস না আর তুই নিয়ে আসলি এই জারজ কে!
জারজ বলোনা গো দিদি ওতো কারো না কারো ভালোবাসার ফসল।
যে সন্তান জম্ম হবার পর ডাস্টবিনে ফেলে রেখে চলে যায় সেটা আবার কেমন ভালোবাসা বলে লো?
দিদি এটাও এক প্রকার ভালোবাসা তয় সমাজের চোখে এটা অনন্যায় তাই তো ফেলে গেছে।
ছি ছি এটা আর ঘরে রাখিসনে ফেলে দিয়ে আয় ওই ডাস্টবিনে শিয়েল কুকুরে খেয়ে যাক।
ওমন কথা বলো না গো দিদি আমারও যে মা হতি ইচ্ছে করে গো।
তোর আলগা মায়া দেখে ঠাকুর ঘরে পূজো দিতি ইচ্চে করে গো।
আলগা মায়া না গো দিদি আজ থেকে ও আমার সন্তান আর আমি ওর মা।
তোর ঘরে আর আসবো নারে তুই তো সমাজটারে নষ্ট করে দিলি।
কিসের সমাজ গো দিদি? যে সমাজে অযোগ্য লোক প্রধান হয়,অন্যায়,অত্যাচার হয়,বিবেকহীন মানুষের বসবাস,মমতাবোধ নেই সেটা কি সমাজ বলে?
তোর নীতিকথা আর ভাল্লাগেনা ছিছিছি আরে ডাস্টবিনে তো ময়লা নোংরা থাকে।
শুধু ময়লা থাকে নাগো দিদি কারো কারো জীবিকা থাকে,আরো থাকে করো পূর্নতা।
তোর সাথে কতা কয়ে পারবোনে যাই তুলশী গাছে পূজো দিয়ে আসি।
যাওগো দিদি আমার হতভাগা সন্তানের জন্য প্রার্থনা করো একটু।
(মুচকী হাসি)ছি ছি কি কতা কইস আমাকে পাপে পুড়ে মারতে চাস।ওমন কতা মুখে আনিসনে।তা বেজন্মারে কি নাম রাখলে?
ওমন কতা বলতে নেই গো দিদি তয় নাম রাখছি কৃষ্ণ।
হাহাহা তোর কতা শুনে না হেসে পারলাম না।বাপ মার ঠিক নেই নাম রাখছে কৃষ্ণ।
এক্কেন কতা কই দিদি দোষ তো ওর না, আমাদের মত কিছু মানুষের দোষ।
সেট না হয় মানলাম তাই বলে ডাস্টবিনে পরে থাকা সন্তান?
হোক না ডাস্টবিনের,ভগবান আমাকে মা হবার সুযোগ দিয়েছে আমি ওকে আর ফেলতে পারি।
ছি ছি ছি ঘেন্নায় মরে যায় ভগবান আমাকে রহ্মে করো…আমি যাই।
যাওগো দিদি যাও এই সমাজের মানুষ না হয় আমাকে ঘেন্না আমার বিশ্বাস ভগবান আমাকে ভালোবাসে আর ডাস্টবিনে ভগবানও থাকে।