কে হবে ভোরের পাখি
– মাহাতাব হাসান এমরে
কী যে শোভা ভোরের ঊষা
নিশা কেটে ফুটে !
ঘুমে থাকা আলসে-অলস
দেখার ভাগ্য জুটে !
নিটোল সুন্দর ভুবন কোলে
আসবে কারা ছুটে !
শিশির কণায় কদম ভিজিয়ে
খেলবে কারা মাঠে !
ভোরের পাখি জাগার সনে
জাগছে ভূমির সবি,
ঘুমে থাকা আলসে-অলস
জাগায় কী তার রবি?
ভোরের পাখি ছুটে চলে
খাদ্য খোঁজার তালে,
আলসে করে খাদ্য খুঁজে
নিচু জাতের পালে।
ভোরের পাখি কারা হবে
দেখব মোরা আজি?
সাত সকালে উঠছে যারা
জীবন সফল গাজী !
০৭-০৬-২০২৩
আড়পাড়া, শালিখা, মাগুরা।