সসেমিরা_পৌরুষ
——খতিব আলম
ভরদুপুরে ঝাঁঝালো রূর্যকিরণ
বহমান পশ্চিমা লু হাওয়া
জল বাদেই নাওয়া গতর
সসেমিরায় তখন পৌরুষ।
তারপরও মাঝে মধ্যে ভেসে আসে
শীতাতপ কক্ষ থেকে শিশ্নধারীর হাঁক।
চৌরাস্তায় লাল পতাকা হাতে দাঁড়িয়ে
সমতার আন্দোলনরত
শ্রমিকের বেতন বকেয়া রাখা কমরেড।
ঝোলাহীন ভিক্ষুকের ভিক্ষাবৃত্তি
চুরি করার লাইসেন্সের দাবীতে
চোরের অনশন কর্মসূচি।
ক্ষরিত লিপ্সু বকধার্মিকের গলা ফাটানো,
সমুদ্রে জলদস্যুর আনন্দচিত্তে নৃত্য,
আকাশে গুপ্তচরী ড্রোনের শো শো
ছাতি কাঁপানো আওয়াজ,
শুধু শ্রীঘরে প্রতিবাদী।