নজরুল
নূরুল ইসলাম ফারুক
মানবতাবাদী কবি, কবি কাজী নজরুল
বিরহের কবি হয়ে প্রেমে ছিলে মশগুল
নজরুল।
দ্রোহে উন্নত শির হওনি তো কভু নত
মানুষের গান তুমি গেয়ে গেছ কত শত
তাই তুমি বারেবার গিয়েছিলে কারাগার
সত্য কে তুলে ধরা সেই ছিলো বড় ভুল
নজরুল।
দুঃখের কবি তব বুকভরা ছিলো দুঃখ
তবু কারো বল নাই কত ব্যথা বহে বুক।
গাল ভরে হাসি দিয়ে সে হাসির আড়ালে
কতদিন কতবার কত দুখ তাড়ালে
তার খোঁজ রাখো নাই কভু তুমি একচুল
নজরুল।
সাম্যকে জাগাতেই লিখে গেছো, কাব্যে
আছে তার প্রমাণাদি। একবার ভাববে
খুরা ধার লেখা তার সবখানে আছে তুল।
তার গানে আছে ফুুল আর পাখি বুলবুল
নজরুল।
আরো আছে প্রজাপতি আছে কত রঙ আর
কবি কাজী নজরুল তুলনা তো নাই তার
লেখনীতে পেয়েছিল ধর্ম ও অধিকার।
হিন্দু কি মুসলিম খৃস্টান জাতি জ্ঞাতি
সকলের তরে ভাই তিনি ছিলো সম ব্যথী।
জাগরনি কবি ছিলে আছো রবে। নির্ভুল
নজরুল।