মেহেদী হাসানের মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ
কুমারখালী উপজেলা চাপড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, ছেঁউড়িয়া মন্ডলপাড়া মরহুম আত্তাব উদ্দিন আহম্মেদের পুত্র মেহেদী হাসান আর নেই। সোমবার রাত ৮টার সময় তিনি হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি আত্মীয় স্বজন, স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক লুৎফর রহমান, সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদ, চাপড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব আলী আজম। নেতৃদ্বয় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।