এডভোকেট
পত্রলেখা ঘোষ
প্রবল গরমে রিক্সাচালক
রিক্সা চালিয়ে খায়,
শরীরের ঘাম তার ও তো ঝরে
করছে পেটের জ্বালায়।
হালাল পথেতে রোজগার তার
নয় সে মোটেও ছোট-
শ্রমের অন্ন জেনো পবিত্র
ভেবো না তাদের খাটো।
দুর্বল বলে তাকে চড় মেরে
এডভোকেট পার পায়,
মতের বিরোধ হলেই মহিলা
মারবে চড় কি তায়?
সঠিক শিক্ষা পায়নি সে নারী
যত রোজগার থাক-
উচিত শিক্ষা পাবে নিশ্চিত
কাটা যাবে তার নাক।
এমনি করে কি চিরকাল ধরে
মার খাবে দুর্বল!
হাতখানা তার মুটকিয়ে ধরে
নও তুমি হীনবল।
ধিক্কার রাখি তাদের যেজন
গরীবকে ঘৃণা করে –
মানুষকে দাও প্রকৃত মূল্য
রোজগার হবে পরে।