আযানের ধ্বনি
কে,এম,তোফাজ্জেল হোসেন জুয়েল খান
ওই দুর মসজিদ থেকে ভেসে এলো কি মধুর
আল্লাহ আকবার আল্লাহু আকবার আযানের
ধ্বনি মোর প্রাণেতে সেই সুর মোয়াজ্জিম
বাজায়লো কি মধুর নাচিল নিখিল এই ধরনী
ওই দুর মসজিদ থেকে ভেসে এলো কি মধুর
আযানের ধ্বনি আকাশে বাতাসে সেই সুর ভাসে
আল্লাহ আকবর আল্লাহু আকবার হৃদয়
জুড়ানো সুমধুর সুরে ধ্বনিত হলো চার পাশ
ঘূম ঘোরে উঠে পাগল হয়ে ছুটিলাম সে তানে
আমি গভীর নিদ্রায় ডুবেছিলুম আহঃকি হৃদয়
জুড়ানো সুর শুনে মসজিদ পানেতে যায় ছুটে
আমি নামাজের আহব্বান শুনেছি মন থেকে
আমি আল্লাহর বাণী শুনেছি কি যে এক ঢেউ
উঠেছে মনের অনতরাই পখি গায় আপন মনে
মরগের কুকুরো ভোর রাতের ডাক সব কিছু
পিছু ফেলে সেই সুর যে আসে মন প্রাণে কানে
কি এক আবেশে মুগ্ধ চারি পাশ নদীর জলের
ঝরনা ধারার ঝরনা কলতানকে পিছু ফেলে
আমি যেন শুনি সেই মধুর আযানের ধ্বনি মনের
গভীর থেকে প্রাণ করে আনচান কি মধুর সুর
সে আযান তারি প্রতিধ্বনি সব খানে শুনি আত্মা
হৃদপিন্ডের ভিতরে নীরব নিঝুম থম থমে বিশ্বের
আর যা ছিল মরা প্রাণ পেল আজ সে সুরে ধরণী !!