স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার খোকসায় সুবিধাবঞ্চিত ও হত দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবি সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম। বৃহস্পতিবার দুপুরে খোকসা সরকারী কলেজ প্রাঙ্গণে উপজেলার অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের মাঝে এ উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিষ্ট ও কবি ডা. মুহ: রেজা উল করিম।সাংবাদিক হুমায়ুন কবির,কবি মুহা: কামরুজ্জামান, কবি জিল্লুর রহমান লালন, সাইফুর রহমান আলআমিন ও জালাল আহমেদ প্রমূখ।
আশিকুল ইসলাম চপল জানান, দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে এসেছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।সেই সময় হতদরিদ্র মানুষগুলোর অবস্থা আরো কাহিল হচ্ছে।আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে পারলে তবেই মানব জীবন স্বার্থক হবে। তারই ধারাবাহিকতায় ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম কিছু পরিবারের পাশে দাঁড়িয়েছে।যেনো তারা রমজানে ইফতার করতে পারে। যার যার অবস্থান থেকে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকেই মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।