খোকসায় চাঁদ পাঠাগারের উদ্যোগে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন
চাঁদ পাঠাগারের উদ্যোগে ২২ মার্চ ২০২৩ রোজ বুধবার ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ বাবুল আখতার।
ডিজিটাল লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার জনাব রিপন বিশ্বাস। চাঁদ পাঠাগারের সভাপতি জনাব মুহা. কামরুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালন করেন। অনুষ্ঠানে জানানো হয় সেন্ট্রাল ডিজিটাল লাইব্রেরী অব বাংলাদেশ নামের ওয়েব সাইট www.cdlb.com.bd থেকে বই, সাময়িকী ও ম্যাগাজিনসহ বিভিন্ন ধরনের তথ্য সেবা পাওয়া যাবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সেলিম রেজা, বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শফিকুল ইসলাম জমির, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মুজাহিদুল ইসলাম বাবলু, বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ ফারুক হোসেন, চাঁদ পাঠাগারের সেচ্ছাসেবক জনাব মোঃ শিহাব উদ্দিন, জনাব মোঃ আনারুল ইসলাম, জনাব মোঃ জুবায়ের রহমান, জনাব মোঃ ফজল ইসলাম জনাব মোঃ রাসেল আহমেদ, জনাব মোঃ ফয়সাল আহমেদ জনাব মোঃ খাইরুল ইসলাম, জনাব মোঃ সাইদুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।