বিলজানি মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান।
স্টাফ রিপোর্টার: আত্ম বিকাশে সুশিক্ষার বিকল্প নেই। এই স্লোগান কে সামনে রেখে খোকসার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিলজানি দাখিল মাদ্রাসার ২০২৩ সালের এস এস সি সমমান দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদিউজ্জামান দূর্জয় এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুল আখতার। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। বিলজানি দাখিল মাদ্রাসার সুপার মওলানা মোঃ আব্দুল আওয়াল মাদ্রাসার সফলতা তুলে ধরেন এবং বিদায়ীদেরকে নৈতিক ও ইসলামের আদর্শে আদর্শিক শিক্ষার্থী হওয়ার বেপারে তাগিদ দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অত্র মাদ্রাসার সহ সুপার মওলানা মোঃ মতিউর রহমান ও সিনিয়র শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার এন টি আর সি কর্তৃক সদ্য সুপারিশ প্রাপ্ত শিক্ষক সাইফুর রহমান আল আমিন।