সে দিন আর নেই
– রিয়াদ বিশ্বাস
প্রিয় এখন আর তোমার জন্য
ফুল হাতে বসে থাকতে ভালো লাগে না।
ভালো লাগে না তোমার অভিমান অভিযোগ
আলতো করে ছুঁয়ে দেখতে মন চায় না।
তোমার জন্য উপহার নিতেও ভালো লাগে না
রঙ হীন জীবন আমার যে তোমারী কারনে।
বৃষ্টিতে ভিজবো বলে স্বপ্ন দেখেছিলাম
ওটা ছিলো আমার দুঃস্বপ্ন
চোখের জলের অশ্রু গুলো এখন ঝামেলা করে না।
এখন আর শরৎ এর গল্প পড়তে ভালো লাগে না
নজরুলের কবিতা ও আজকাল বিষাদ মনে হয়।
রহস্যময় এই পৃথিবীতে সবাই প্রয়োজনে হাত ধরে
চলতে শেখায়, বাঁচার স্বপ্ন দেখায়
সত্যি বলতে সবাই স্বার্থপর।
তাই তোমাকে নিয়ে আর ভাবিনা কিছু
পৃথিবীটা গুছিয়ে ছোট করে নিয়েছি।
আগের মত মনটাও সায় দেয় না
শুধু বুঝে গেছি
সেদিন আর নেই।।