একুশ
প্রদীপ হালদার
একুশ মানে সবকিছু থেকে
নুতন কিছু সৃষ্টি
একুশ মানে স্বাধীনতার ভাষা
সবার চোখে দৃষ্টি।
একুশ মানে ভাষা আন্দোলন
একুশ মানে চেতনা
একুশ মানে বাংলার জন্য
পেয়েছি কত বেদনা।
একুশ মানে শহীদের রক্তে
লেখা বাংলার নাম
একুশ মানে বাংলা ভাষার
স্বাধীনতার অবদান।
একুশ মানে সবকিছু থেকে
সবচেয়ে বড়ো উচু
একুশ মানে অতুলনীয়
তার সম নেই কিছু।
একুশ মানে একুশে ফেব্রুয়ারি
একুশ মানে চেতনা
একুশ মানে শ্মহীদদের স্মরণে
দুঃখ আর সমবেদনা।
একুশ মানে অন্ধকারের আলো
মিটমিটে এক তাঁরা
একুশ মানে বাংলা ভাষায়
স্বাধীনতার এক ছড়া।
একুশ মানে শ্মহীদদের স্মরণে
পুষ্প করিবে অর্পণ
একুশ মানে যুগে যুগে তাদের
করিবে সবাই তর্পণ।