একুশের শিক্ষা
জিল্লুর রহমান লালন
একুশ আমায় যায় শিখিয়ে
প্রতিবাদের ভাষা
মনে নতুন স্বপ্ন জাগায়
পুরায় মনের আশা।
একুশ আমায় যায় শিখিয়ে
বাসতে সবার ভালো
ঘুচিয়ে আঁধার সবাই মিলে
আনতে হবে আলো।
একুশ আমায় যায় দেখিয়ে
স্বাধীনতার পথ
অন্ধকারের পথ ভুলে সব
থাকতে হবে সৎ।
একুশ আমায় যায় দেখিয়ে
লাল সবুজের পতাকা
মায়ের ভাষায় বলতে কথা
হৃদয় মাঝে স্বপ্ন আঁকা।
একুশ আমায় যায় শিখিয়ে
রক্ত ঋণের বিনিময়
প্রতিরোধের জ্বালতে মশাল
এই নিবেদন সবিনয়।
একুশ আমায় বুঝতে শেখায়
পুত্র শোকের কথা
সিতের সিঁদুর যায় মুছে যার
তাহার মনের ব্যথা।
একুশ আমায় যায় শিখিয়ে
অগ্নিঝরা স্লোগান
মায়ের ভাষার মান রাখতে
করতে হবে আত্মদান।
★★★★