এই ভাষা বেঁচে রবে
সাকী মাহবুব
এই ভাষা বেঁচে রবে শিল্পীর গানে
এই ভাষা বেঁচে রবে আমাদের প্রাণে।
এই ভাষা বেঁঁচে রবে বাগানের ফুলে
এই ভাষা বেঁচে রবে নদীর কূলে।
এই ভাষা বেঁচে রবে কবিতার ছন্দে
এই ভাষা বেঁচে রবে গোলাপের গন্ধে।
এই ভাষা বেঁচে রবে চিত্রকলায়
এই ভাষা বেঁচে রবে শিশুর গলায়।
এই ভাষা বেঁচে রবে রাখালের বাঁশিতে
এই ভাষা বেঁচে রবে মায়েদের হাসিতে।
এই ভাষা বেঁচে রবে কবিদের ছত্রে
এই ভাষা বেঁচে রবে প্রেমিকার পত্রে।
এই ভাষা বেঁচে রবে শিশুর আকাঁ ছবিতে
এই ভাষা বেঁচে রবে ভোরে ওঠা রবিতে।
এই ভাষা বেঁচে রবে ঝিঁ ঝিঁ ডাকা সুরে
এই ভাষা বেঁচে রবে এই বুক জুড়ে।
সাকী মাহবুব :সহকারি শিক্ষক, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়, গ্রাম +পো:কশবামাজাইল, পাংশা, রাজবাড়ী। মুঠোফোন :০১৭২৪৪৯৩৫৭২