রক্ত ঝরা ফল
রায়হান রশীদ
একুশ বাবার আবেগ
মায়ের কোলের ত্যাগ।
একুশ চোখের জল
রক্ত ঝরা ফল।
একুশ তুমি মনের পূর্বাশা,
হৃদয় কোনে ঝড়ের দূরাশা।
মায়ের হাজারো সন্তান
আহ!দিয়েছিলো প্রাণ।
যে ভাষার জন্য
আহ! জীবন বিপন্ন।
হাসি-কান্নার সে ভাষা,
আমার প্রিয় বাংলা ভাষা।
রক্ত করেছে দান
রক্ষা করেছে মান।
সে ভাষার জন্য
আজ মোরা ধন্য।
বীর বাঙালির সে ভাষা
সবার প্রিয় বাংলা ভাষা।