বাংলা আমার প্রাণের ভাষা
বাংলা আমার প্রাণের ভাষা
সবচে‘ খাঁসা
এই ভাষাতেই কথা বলে
মজুর চাষা।
বাহান্নোতে রক্ত দিয়ে
ভাষা কেনা
ভাষা শহীদের কাছে সবাই
আছি দেনা।
বিশ্ব বুকে আজ হচ্ছে
ভাষা পালা
ইচ্ছে করে শহীদ ভাইয়ের
দিই মালা।
দুঃখ শুধু ভাই যে আমার
অনেক দূরে
ভাইয়ের শোকে দুখিনী মা
বেড়াই ঘুরে।
ভাষা দিবস আসলে বুকে
ব্যথা জাগে
তাদের জন্য দোয়া করি
সবার আগে।
**************
পদ্মা গড়াই চর
শুকিয়ে গেছে পদ্মা গড়াই
বিশাল বালুর চর
সেই চরেতে হাঁটছে মানুষ
উঠছে টিনের ঘর।
টিনের চালে রোদের ঝিলিক
যায় দেখা দুর থেকে
সুজন মাঝি শুকনো গাঙে
বায়না যে নাও বেঁকে।
আজকে রাখাল চরাই গরু
পদ্মা-গড়াই চরে
কষ্ট লাগে পানির কথা
যখন মনে পড়ে।
***********************
গর্বে ভরে বুক
আমার প্রাণের বাংলা ভাষার
আছে অনেক মূল্য
এমন ভাষার বিশ্ব বুকে
নাই যে কোন তুল্য।
রক্ত দিয়ে কিনে আনা
এ কথাটি সবার জানা।
কথা বলি লিখি পড়ি
পাই যে মনে সুখ
বিশ্ব বুকে ঠাঁই পেয়েছে
গর্বে ভরে বুক।